ফাইজারের ভ্যাকসিন ব্যবহারে জরুরি আবেদন। টিকা বিতরণ করতে প্রস্তুত আছে বলে জানায় ফাইজার ও বায়োএনটেক

22 Nov, 2020
যুক্তরাষ্ট্রে জরুরি ভিত্তিতে ভ্যাকসিন প্রয়োগ করতে চায় ফাইজার। এ জন্য যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) কাছে ফাইজার ও বায়োএনটেক তাদের টিকা ব্যবহারের জরুরি অনুমোদন চেয়ে আবেদন পত্র জমা দিয়েছে।

শুক্রবার এক ভিডিও বার্তায় ফাইজারের প্রধান নির্বাহী আলবার্ট বোরলা একে ঐতিহাসিক দিন উল্লেখ করে বলেন, অত্যন্ত গর্ব এবং আনন্দের সঙ্গে, কিছু স্বস্তির সঙ্গেও আপনাদের জানাচ্ছি, আমাদের কভিড-১৯ টিকার জরুরি অনুমোদনের আবেদন এখন এফডিএ কর্তৃপক্ষে হাতে।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, শুক্রবার তারা এফডিএ কর্তৃপক্ষের কাছে তাদের আবেদন পত্র জমা দেয়। তবে কবে নাগাদ অনুমোদন পাওয়া যাবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

যদি এফডিএ আগামী মাসের প্রথমার্ধে টিকার অনুমোদন দিয়ে দেয় তবে অনুমোদন পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তারা টিকা বিতরণ করতে প্রস্তুত আছে, বলে জানায় ফাইজার ও বায়োএনটেক।

যুক্তরাষ্ট্র সরকার আশা করছে, ডিসেম্বরের প্রথমার্ধেই টিকার অনুমোদন পাওয়া যাবে। যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ফাইজার এবং তাদের জার্মান অংশীদার বায়োএনটেক গত বুধবার তাদের কভিড-১৯ টিকা মানবদেহে অ্যান্টিবডি তৈরিতে ৯৫ শতাংশ কার্যকর বলে ঘোষণা দেয়। ৬৫ বছরের বেশি বয়সের মানুষদের বেলায় তা ৯৪ শতাংশের বেশি কার্যকর। এই বয়সের মানুষদেরই কভিড-১৯ এ মৃত্যুর ঝুঁকি সব থেকে বেশি।

যুক্তরাষ্ট্রে কভিড-১৯ সংক্রমণ এবং মৃত্যু উভয়ই আবার উদ্বেগজনক হারে বাড়তে শুরু করেছে। গত জুনের পর দেশটিতে গত বৃহস্পতিবার আবার দৈনিক মৃত্যু দুই হাজার ছাড়িয়ে যায়। এ অবস্থায় ফাইজারের টিকা দেশটির জন্য আশার আলো হয়ে আসবে।

বর্তমানে বিশ্বের অন্যতম আলোচ্য বিষয় করোনা প্রতিষেধক আবিষ্কার। এ পর্যন্ত ২০২টি টিকা তৈরির প্রক্রিয়া চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ২৭টি টিকা ক্লিনিক্যাল ট্রায়ালের পর্যায়ে আছে। যার মধ্যে সব চেয়ে এগিয়ে ব্রিটেন, চীন ও যুক্তরাষ্ট্র।


Source: http://www.independent24.com/