Ophthalmic Suspension

জোলামিড টি ওএসডি চোখের সাসপেনশন

Pack Image
১%+০.৫%
5 ml drop: ৳ 680.00
Also available as:

নির্দেশনা

ওপেন-এঙ্গেল গ্লুকোমা বা অকুলার হাইপারটেনশনের রোগীদের মধ্যে ইন্ট্রাওকুলার প্রেশার (আইওপি) হ্রাস, যাদের জন্য মনোথেরাপি অপর্যাপ্ত ইন্ট্রাওকুলার প্রেশার হ্রাস করে তাদের জন্য এই ড্রপ নির্দেশিত।

মাত্রা ও সেবনবিধি

সুপারিশকৃত ডোজ হল আক্রান্ত চোখে কনজেক্টিভাল থলিতে দিনে দুবার এক ফোঁটা করে।

পার্শ্ব প্রতিক্রিয়া

ঝাপসা দৃষ্টি, চোখে ব্যথা, চোখে জ্বালা, চোখে ফরেইন বডি সংবেদন ইত্যাদি।

থেরাপিউটিক ক্লাস

Drugs for miotics and glaucoma

সংরক্ষণ

৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় সংরক্ষণ করবেন না। ভেজা জায়গা থেকে দূরে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন। বোতলটি ব্যবহার না করার সময় শক্তভাবে বন্ধ করা উচিত। প্রথম খোলার ৪ সপ্তাহ পরে ব্যবহার করবেন না।
Pack Image of Xolamid T OSD 1% 0.5% Suspension Pack Image: Xolamid T OSD 1% 0.5% Suspension