100 ml bottle: ৳ 75.00
200 ml bottle: ৳ 150.00
450 ml bottle: ৳ 250.00

নির্দেশনা

পুষ্টি ও শক্তি বর্ধক বিশেষ করে খেলোয়াড়দের জন্য উৎকৃষ্ট টনিক শারিরীক দুর্বলতা ও অবসন্নতায় কার্যকরী মাংসপেশীকে সবল করে জ্বর ও প্রসব পরবর্তী দুূর্বলতায় এবং শ্বাস কষ্টের রোগীর জন্য উপকারী বয়স্ক ও খেলোয়াড়দের সাধারণ ব্যথায় উপকারী।

উপাদান

প্রতি ৫ মি.লি. সিরাপে আছে-
  • সিডা কর্ডিফলিয়া ১.৩৫ গ্রাম
  • উইথানিয়া সমনিফেরা ১.৩৫ গ্রাম
  • রিসিনাস কামিনিস ২৮.১৫ মি.গ্রা.
  • ভেন্ডা রক্সবার্জ ১৪.০৮ মি.গ্রা.
  • ইলেটরিয়া কর্ডামোমাম ১৪.০৮ মি.গ্রা.
  • সাইজেজিয়াম অ্যারোমেটিকাম ১৪.০৮ মি.গ্রা.
  • ভেটিভেরিয়া জিজানয়েড ১৪.০৮ মি.গ্রা.
  • ট্রাইবিউলাস টেরেসট্রিস ১৪.০৮ মি.গ্রা. সহ অন্যান্য ভেষজ উপাদানের নির্যাস।

মাত্রা ও সেবনবিধি

প্রাপ্ত বয়ষ্কদের ক্ষেত্রে (১২ বছরের উপরে): ২-৩ চা চামচ (১০-১৫ মি.লি.) দিনে ৩ বার অথবা চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সেব্য।

ঔষধের মিথষ্ক্রিয়া

স্নায়ু উদ্দীপক ওষুধের সাথে ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।

প্রতিনির্দেশনা

এখনো পর্যন্ত কোন বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি। তবে উচ্চরক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে।

পার্শ্ব প্রতিক্রিয়া

এটি একটি আয়ুর্বেদিক ওষুধ যা নিরাপদ ও সুসহনীয়। নির্দেশিত মাত্রায় সেবন করলে কোন পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভাবস্থায় এই সিরাপ ব্যবহারের কোন টেরাটোজেনিক কার্যকারিতা যাচাই করা হয়নি। তাই গর্ভাবস্থায় সতর্কতার সাথে ব্যবহার করা বাঞ্ছনীয়।

থেরাপিউটিক ক্লাস

Herbal and Nutraceuticals

সংরক্ষণ

আলো ও আর্দ্রতা থেকে দূরে, ৩০° ডিগ্রী সেঃ তাপমাত্রার নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।