10 ml drop:
৳ 50.00
Also available as:
নির্দেশনা
তীব্র অথবা দীর্ঘমেয়াদী রাইনাইটিস, সাধারণ ঠান্ডা, সাইনুসাইটিস, ফুসফুসের উপরের অংশের এলার্জি, নাক দিয়ে রক্ত পড়া এবং হে ফিভারজনিত নাকের কনজেশন দূর করতে অক্সিনেক্স ন্যাজাল প্রিপারেশন নির্দেশিত। এছাড়া এটি মধ্যকর্ণের প্রদাহের চিকিৎসায় ন্যাজাল ডিকনজেসটেন্ট হিসেবে নির্দেশিত।
ফার্মাকোলজি
অক্সিমেটাজোলিন হাইড্রোক্লোরাইড একটি ইমিডাজোলিন জাতীয় সিমপ্যাথোমাইম্যাটিক অ্যামাইন। এটি সরাসরি আলফা-এড্রেনোসেপ্টরের এগোনিস্ট কিন্তু বিটা-এড্রেনোসেপ্টরে এর কোন ভূমিকা নেই। এটি টপিক্যাল এজেন্ট হিসেবে ন্যাজাল মিউকোসাতে প্রয়োগ করা হয়, যা দ্রূত এবং দীর্ঘমেয়াদী আর্টেরিওলের ভেসোকনস্ট্রিকশন ঘটিয়ে রক্ত প্রবাহ কমায় ও ন্যাজাল মিউকোসা ফোলা হ্রাস করে। এভাবে ইহা নাসারন্ধ্রের পথকে সহজ করে দেয় এবং ন্যাজাল সাইনাসের নিষ্কাশনকে বাড়িয়ে দেয়।
ঔষধের মাত্রা
অক্সিমেটাজোলিন ন্যাজাল স্প্রে-
- প্রাপ্তবয়স্ক ও শিশুদের (৬ বছর অথবা অধিক বয়সী) ক্ষেত্রে: প্রতি নাসারন্ধ্রে ২ বা ৩ স্প্রে দৈনিক দুইবার ৩ থেকে ৫ দিন পর্যন্ত।
- বয়স্কদের ক্ষেত্রে: মাত্রা কমানোর প্রয়োজন নেই।
- ৬ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে: ব্যবহার উপযোগী নয়।
- প্রাপ্তবয়স্ক ও শিশুদের (৬ বছর অথবা অধিক বয়সী) ক্ষেত্রে: প্রতি নাসারন্ধ্রে ২ থেকে ৩ ফোঁটা ০.০৫% ন্যাজাল ড্রপ দিনে দুইবার সকালে ও সন্ধ্যায় নির্দেশিত।
- ২ থেকে ৫ বছরের শিশুদের ক্ষেত্রে: প্রতি নাসারন্ধ্রে ২ থেকে ৩ ফোঁটা ০.০২৫% ন্যাজাল ড্রপ দিনে দুইবার সকালে ও সন্ধ্যায় নির্দেশিত।
সেবনবিধি
ন্যাজাল স্প্রে ব্যবহারবিধি-
- বোতলটি ভালভাবে ঝাঁকিয়ে নিন এবং ডাস্ট কাভারটি খুলে ফেলুন।
- বোতলটি বৃদ্ধাঙ্গুলের উপর দাঁড় করিয়ে তর্জনী ও মধ্যমা নজলের দুই পাশে স্থাপন করে স্প্রেটি ধরুন। একটি ভাল স্প্রে বের না হওয়া পর্যন্ত চাপ প্রয়োগ করুন। প্রথমবার ব্যবহার করলে কিংবা এক সপ্তাহ অথবা তার অধিক সময় ব্যবহার বন্ধ রাখলে স্প্রেটি কয়েকবার চাপ প্রয়োগ করুন যতক্ষন পর্যন্ত না কুয়াশার মত নিখুঁত স্প্রে বেরিয়ে আসছে।
- সাবধানে নাক ঝেড়ে নাসারন্ধ্র পরিস্কার করুন।
- একটি নাসারন্ধ্র বন্ধ করে ন্যাজাল অ্যাপ্লিকেটরটি অন্য নাসারন্ধ্রে সাবধানে প্রবেশ করান। মাথা সামনের দিকে সামান্য ঝুঁকিয়ে ন্যাজাল স্প্রেটি সোজাভাবে রাখুন। নাক দিয়ে শ্বাস নিন এবং শ্বাস নেয়ার সময় ন্যাজাল অ্যাপ্লিকেটরটির সাদা কলারের উপর নিচের দিকে সমানভাবে জোরে চাপ দিয়ে স্প্রে করুন।
- মুখ দিয়ে শ্বাস ত্যাগ করুন।
- পরবর্তী ডোজের জন্য একই / অন্য নাসারন্ধ্রে একই পদ্ধতিতে স্প্রে করুন।
- ডাস্ট কাভারটি খুলে ফেলুন।
- সাবধানে ন্যাজাল অ্যাপ্লিকেটরটি টেনে খুলে ফেলুন।
- উষ্ণ পানিতে অ্যাপ্লিকেটর এবং ডাস্ট কাভারটি ধুয়ে ফেলুন।
- অতিরিক্ত পানি ঝেড়ে ফেলুন এবং স্বাভাবিক তাপমাত্রায় শুকিয়ে নিন। অতিরিক্ত ভাপ প্রয়োগ পরিহার করুন।
- সাবধানতার সঙ্গে অ্যাপ্লিকেটরটি বোতলটির উপরিভাগে পুনঃস্থাপন করুন এবং ডাস্ট কাভারটি পনুরায় সংযুক্ত করুন।
ঔষধের মিথষ্ক্রিয়া
যেসকল রোগী MAO ইনহিবিটর দ্বারা চিকিৎসারত আছেন অথবা বিগত ১৪ দিনের মধ্যে ব্যবহার করেছেন তাদের ক্ষেত্রে অক্সিনেক্স ন্যাজাল স্প্রে ব্যবহার করা উচিত নয়।
প্রতিনির্দেশনা
যেসকল রোগীর হৃদরোগ, হাইপারথাইরয়ডিজম, প্রোস্টেট গ্রন্থি বৃদ্ধি, এঙ্গেল ক্লোজার Glucoma অথবা এর যেকোন উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত।
পার্শ্ব প্রতিক্রিয়া
মাঝে মাঝে নাকে জ্বালাপোড়া এবং মুখ ও গলায় শুষ্কতা হতে পারে। সাময়িক অস্বস্তি যেমন জ্বালাপোড়া, যন্ত্রণা, হাঁচি বা নাক দিয়ে পানি পড়া বৃদ্ধি পেতে পারে।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে অক্সিমেটাজোলিন হাইড্রোক্লোরাইড এর নিরাপদ ব্যবহার প্রতিষ্ঠিত নয়, তবে এক্ষেত্রে এর ব্যবহারে কোন ক্ষতিকর প্রভাব নেই বলে ধারনা করা হয়।
সতর্কতা
চোখের সংস্পর্শ থেকে দূরে রাখুন। স্প্রে টি সাত দিনের বেশী ব্যবহারের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ঘন ঘন ও দীর্ঘমেয়াদী ব্যবহারে পুনরায় ন্যাজাল কনজেসন হতে পারে বা অবস্থার অবনতি হতে পারে।
মাত্রাধিক্যতা
মাত্রাধিক ব্যবহারের ফলে জ্বালাপোড়া এবং পুনরায় ন্যাজাল কনজেসন হতে পারে। এক্ষেত্রে উপসর্গ দেখে চিকিৎসা নিতে হবে।
থেরাপিউটিক ক্লাস
Nasal Anti-histamine preparations, Nasal Decongestants & Other Nasal Preparations
সংরক্ষণ
আলো থেকে দূরে, ৩০° সেঃ তাপমাত্রার নিচে শুষ্ক স্থানে রাখুন। রেফ্রিজারেটরে কিংবা ফ্রিজে রাখা যাবে না। শিশুদের নাগালের বাইরে রাখুন।